একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের ৫৪ বছর পর অবশেষে চালু হলো আল্ট্রাসনোগ্রাম সেবা।সরকার নির্ধারিত ফি প্রদান করে যে কেউ এই সেবা গ্রহণ করতে পারবেন।

বুধবার (৩ আগস্ট) সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবাটি উদ্বোধন করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো: ইব্রাহিম টিটন।

এ সময় উপস্থিত ছিলেন,আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. নিউটন শিকদার, ডা. সজল কুমার সোম, ডা. শায়লা শারমিন, ডা. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

হাসপাতালে সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমাদের আল্ট্রাসনোগ্রাম প্রয়োজন হলে বাইরের বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক থেকে অনেক টাকা দিয়ে করতে হতো। এখন হাসপাতালে সেবাটি চালু হওয়ায় আমাদের জন্য খুবই ভালো হলো। আমরা ভীষণ উপকৃত হবো।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বালিয়াকান্দিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৬৮ সালে তৎকালীন সরকার হাসপাতালটি স্থাপন করেন। প্রথমদিকে ৩০ শয্যাবিশিষ্ট থাকলেও এলাকার মানুষের স্বাস্থ্যসেবাকে আরো বেগবান করার লক্ষ্যে বর্তমান আওয়ামীলীগ সরকার এটিকে ৫০ শয্যায় উন্নতিকরণ করেন। কিন্তু দীর্ঘদিন ধরে হাসপাতালে আলট্রাসনোগ্রাম সেবা ছিল না। সেটিও আজ চালু হলো। আশা করছি আলট্রাসনোগ্রাম সেবা চালুর মাধ্যমে হাসপাতালটি সেবার মানের দিক থেকে আরো এক ধাপ এগিয়ে গেল। সেই সাথে বর্তমান সরকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করছেন তারই প্রতিফলন এটি।

(একেএমজি/এসপি/আগস্ট ০৩, ২০২২)