স্পোর্টস ডেস্ক : এরই মধ্যে ক্রিকেটপ্রেমীদের জানা হয়ে গেছে, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। লঙ্কানরাই আয়োজক থাকবে, কিন্তু টুর্নামেন্টটি চলবে আরব আমিরাতে।

কিন্তু শুধু কি অর্থনৈতিক সংকট? শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা এক মিডিয়া ব্রিফিংয়ে জানালেন, ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন থেকে সরে দাঁড়ানোর পেছনে ছিল আরও কিছু কারণ।

মোহন ডি সিলভা বলেন, ‘তারা মনে করেছিল যে শ্রীলঙ্কার পরিস্থিতি অংশীদারদের আস্থা অর্জনের জন্য অনুকূল নয়। শুধু সদস্য দেশ নয়, এই ধরনের একটি টুর্নামেন্টের জন্য অন্যান্য অংশীদারও প্রয়োজন; যেমন ব্রডকাস্টার, স্পনসর ইত্যাদি।’

ডি সিলভা মনে করেন, শ্রীলঙ্কা নিয়ে বিশ্বব্যাপী নেতিবাচক প্রচারণাই বড় ক্ষতি করে দিয়েছে তাদের। তার ভাষায়, ‘তারা (অংশীদাররা) ভেবেছিল, বিশ্বব্যাপী যে নেতিবাচক প্রচারণা হয়েছে, পেট্রোল এবং অন্যান্য বিষয় নিয়ে; এটা আমাদের জন্য ভালো কিছু নয়।’

এদিকে লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এশিয়া কাপ সরে যাওয়া নিয়ে বলেন, ‘স্পনসরদের জন্য নিশ্চয়তা পাওয়াটা কঠিন ছিল। শ্রীলঙ্কায় সম্প্রচার ক্রুদের নিরাপত্তা ছাড়পত্রও একটা সমস্যা ছিল। অন্যান্য দেশ থেকে যে প্রতিনিধিরা আসতে চেয়েছিলেন, তারাও আসার জন্য প্রস্তুত ছিলেন না (এই পরিস্থিতিতে)।’

এশিয়া কাপের এবারের আসরটি শুরু হবে আগামী ২৭ আগস্ট, চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

(ওএস/এসপি/আগস্ট ০৪, ২০২২)