ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে একটি বিক্ষোভ মিছিল গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ১ নম্বর ট্রাফিক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকা, কলি রানী, মাহমুদা প্রমুখ।

বক্তাগন বলেন, সমাজে সর্বত্রই চলছে লুটপাটের সংস্কৃতি। কোথাও নিরাপত্তা নেই। অবিলম্বে সৃষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিসহ নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা-মাদক-জুয়ার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা।

(এসআইআর/এএস/আগস্ট ০৫, ২০২২)