ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে।

৫ আগষ্ট শুক্রবার সকালে শেখ কামাল স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নীলফামারী পৌরসভা, জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা ক্রীড়া সংস্থা পুষ্প মাল্য অর্পন করে।

পরে ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন স্বপনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

অনুষ্ঠানে সাবেক ১০জন সফল ক্রীড়া সংগঠককে সন্মাননা প্রদান করা হয়।

নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে সরকারী কলেজের পুকুরে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান।

বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

(ওআরকে/এএস/আগস্ট ০৫, ২০২২)