স্টাফ রিপোর্টার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শতকরা পাসের হার ৫৯ দশমিক ১৬। শুক্রবার (৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নূহু আলম বলেন, ‘ডি’ ইউনিটে ৬৭ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৪০ হাজার ৮৩ জন। ছেলেদের ২০ হাজার ৩৭৮ জন ও মেয়েদের মধ্যে ১৯ হাজার ৭০৫ জন পাস করে। ছেলের মধ্যে সর্বোচ্চ মার্কস ৬৫ ও মেয়েদের মধ্যে ৬৭ দশমিক ২।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল দেখবে পারবে।

(ওএস/এএস/আগস্ট ০৬, ২০২২)