স্টাফ রিপোর্টার : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপ)।

রবিবার (৭ আগস্ট) সকালে দলটির বনানী কার্যালয়ে এক সভায় জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এই কর্মসূচি ঘোষণা করেন।

দলটির কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল ৩টায় কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করা হবে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে। এতে জাপা চেয়ারম্যান উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এছাড়া আগামী বুধবার (১০ আগস্ট) সারাদেশে বিভাগীয়, জেলা, উপজেলা ও সব ইউনিটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

(ওএস/এএস/আগস্ট ০৭, ২০২২)