রাজন্য রুহানি, জামালপুর : ভোলায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলা ও গুলিবর্ষণে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষকদল।

জেলা কৃষকদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে ও পৌর কৃষকদলের সদস্য সচিব আরিফুল ইসলাম সুজনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. দৌলতুজ্জামান আনসারী। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষকদলের সিনিয়র যুগ্মআহবায়ক হাজিফুর রহমান মাস্টার, যুগ্মআহবায়ক মতিউর রহমান বাবুল, সালেহীন শাহীন, নূর মোহাম্মদ, সদর উপজেলা কৃষকদলের সভাপতি সরকার সুলতান আহমেদ বাদশা প্রমুখ। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ ও জ্বালানি এবং বিভিন্ন খাতে সরকারের অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে সমাবেশে বক্তারা বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সরকারের বিদায় ঘন্টা বাজাতে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ভোলা ছাত্রদলের সভাপতি নূরে আলম হত্যার বিচারের দাবি জানান তারা।

(আরআর/এএস/আগস্ট ০৭, ২০২২)