স্টাফ রিপোর্টার : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও হঠাৎ জ্বালানির মূল্যবৃদ্ধিকে দণ্ডনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (৭ আগস্ট) জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের সাইনবোর্ড এলাকায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

এসময় রিজভী বলেন, লুটপাট, টাকা পাচার ও দুর্নীতির খেসারত জনগণকে দিতে হচ্ছে। লোডশেডিং-এর খেসারতও জনগণকে দিতে হচ্ছে।

তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে এরই মধ্যে পরিবহন খরচ বেড়েছে। বিভিন্ন পণ্যের দামও বেড়েছে। সবমিলে মানুষের জীবন যাত্রার সব খরচ বৃদ্ধি পেয়েছে। মানুষের বেঁচে থাকাই এখন কঠিন হয়ে পড়বে। মুখ বুঝে বসে না থেকে দেশ ও মানুষকে বাঁচাতে হলে তীব্র আন্দোলন করতে হবে। তিনি অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিক হাওলাদার, মৎস্যজীবী দলের নেতা অধ্যক্ষ সেলিম, জাকির হোসেন, ওমর ফারুক পাটোয়ারীসহ অন্যান্য নেতা-কর্মীরা।

(ওএস/এএস/আগস্ট ০৮, ২০২২)