স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান নতুন ক্রীড়াভিত্তিক নিউজ সাইট ‘বেটউইনার’-এর শুভেচ্ছাদূত হয়েছেন। সমস্যা হলো, বেটউইনার নিউজ বেটউইনার ডট কমের অঙ্গ প্রতিষ্ঠান। যা অনলাইনে জুয়া খেলার সাথে সংশ্লিষ্ট।

সাকিবের মতো একজন বিশ্বতারকার এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার বিষয়টি তাই মেনে নিতে পারছেন না অনেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এই ইস্যুতে অনেকটাই বিপাকে।

সাকিবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে বিসিবি? নাকি তাকে বুঝিয়ে-শুনিয়ে ফেরানো হবে এমন চুক্তি থেকে? আপাতত যেমনটা শোনা যাচ্ছে, তাতে বিসিবি সম্ভবত নমনীয় হয়েই সাকিবকে ফেরানোর চেষ্টা করবে।

আজ (সোমবার) গণমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস সাকিবের চুক্তির বিষয়ে বলেন, ‘একটা ইস্যু হয়েছে এবং এটা নিয়ে আমরা তার সাথে যোগাযোগে আছি। একবার তার সাথে যোগাযোগ হয়েছে। আশা করি এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’

জালাল ইউনুস যোগ করেন, ‘আমরা এই ধরনের বেটিং জিনিসগুলোয় জিরো টলারেন্স শো করি। এখানে তার যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনো একটা কোম্পানির সাথে তার চুক্তি হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে জানে ব্যাপারটা এবং আমরা এটা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করছি।’

সরাসরি জুয়ার প্রতিষ্ঠান না হলেও বেটিং সাইটের মূল প্রতিষ্ঠান তাদের। আপনারা কীভাবে দেখেন? এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘আমি আপনার সাথে একমত। আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড় সেও বুঝবে। আর কেউতো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক অজান্তে হোক কিংবা ভুলে; আমরা তাকে বলেছি...এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান করে ফেলবো।’

(ওএস/এসপি/আগস্ট ০৮, ২০২২)