দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের অম্বিকা ময়দানের বঙ্গমাতার প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন এছাড়া বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

এ সময় যে সংগঠনগুলো পুষ্পার্ঘ অর্পণ করেন সেগুলো হচ্ছে ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর জেলা পরিষদ, ফরিদপুর জেলা পুলিশ, আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর সদর উপজেলা, ফরিদপুর প্রেসক্লাব, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লী গ, যুব মহিলা লী গ, স্বেচ্ছাসেবক লীগ, গণপূর্ত, ফরিদপুর জেলা কারাগার, ফরিদপুর জেলা স্কুল, এলজিইডি, হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ, ফরিদপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, আবাহনী ক্রীড়া চক্র, জেলা ক্রীড়া সংস্থা, বিসিসি, সড়ক বিভাগ, ডাক বিভাগ, খাদ্য বিভাগ, শিক্ষা অফিস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ সমিতি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কমিশন, পরিবার পরিকল্পনার কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সোনালী ব্যাংক লিমিটেড, স্বাস্থ্য বিভাগ, গণপূর্ত বিভাগ, নদী গবেষণা ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজ, বিএনসিসি রোভার স্কাউট, এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল। এছাড়া দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকাল দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা। এছাড়া বাদ আসর শহরের আলিপুর শেখ রাসেল ক্রীড়া চক্র কমপ্লেক্সে এ যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

(ডিসি/এসপি/আগস্ট ০৮, ২০২২)