স্পোর্টস ডেস্ক, ঢাকা : সিএবি ইডেনে ক্রিকেটের দেড়শো বছর পূর্তি ধুমধাম করে পালন করতে চলেছে। যার সাক্ষী থাকবে ইডেনের প্রতিকৃতি দেওয়া স্বর্ণমুদ্রা৷ ২০ অক্টোবর ইডেন গার্ডেন্সে ভারত-ওয়েস্ট ওয়ান ডে-র টস হবে এই বিশেষ স্বর্ণমুদ্রায়।

স্বর্ণমুদ্রা উদ্বোধন করবেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড৷ ডোয়েন ব্র্যাভোদের ম্যানেজার হয়ে ভারতে এসেছেন লয়েড৷ স্বর্ণমুদ্রা ছাড়াও ইডেন গার্ডেন্সের ঐতিহ্যের উপর প্রকাশিত একটি বই-এর উদ্বোধন করবেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক৷ ভারত-ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম তথা সিরিজের শেষ ওয়ান ম্যাচের চারদিন আগে থেকেই ইডেনে অনুষ্ঠান শুরু হবে।

তৈরি করা হয়েছে ইডেনের ওপর একটি ডকুমেন্টারি৷ অনুষ্ঠানে সিএবি’র প্রথম দেড়শো জন জীবিত সদস্যকে সংবর্ধনা দেওয়া হবে। ১৯ অক্টোবর হবে প্রাক্তন ভারত অধিনায়ক প্রয়াত মনসুর আলি খান পতৌদির স্মারকবক্তৃতা। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের ১৬ জন প্রাক্তন অধিনায়ক। বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে ইডেনের ‘ভেরি ভেরি স্পেশাল’ ভিভিএস লক্ষ্ণনকে।

(ওএস/পি/অক্টোবর ০৭, ২০১৪)