ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ৫১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাবনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী টাস্কফোর্স। সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পি.এম ইমরুল কায়েসের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা ‘খ’ সার্কেল ও আনসার সদস্যদের সম্মিলিত সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির-১০(ক) ও ৪১ ধারায় মামলা দায়ের করে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানিয়েছেন।

টাস্কফোর্স ঈশ্বরদীর মানিকনগর পূর্বপাড়া গ্রামে রশিদ ভেন্ডারের পশ্চিম পার্শ্বে কুষ্টিয়ার নাজমা বেগম (৩১)কে ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় ইয়াবা বিক্রির নগদ ৫,২২০ উদ্ধার হয়।

এদিকে ঈশ্বরদীর মানিকনগর পূর্বপাড়া থেকে গেদু সরদারে পুত্র আজিবুল ইসলাম (৩৮) ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

মাদকের পরিদর্শক জানান, নাজমা বেগম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত এবং নিজেই টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

(এসকেকে/এসপি/আগস্ট ০৯, ২০২২)