নিউজ ডেস্ক, ঢাকা : দু’টি প্লেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে ডাবলিন বিমানবন্দরের রানওয়েতে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম জানায়, বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে রায়ান এয়ারের দু’টি প্লেনের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষের ছবি পোস্ট করেন।

আইরিশ এভিয়েশন অথরিটি জানায়, ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এছাড়া এয়ার ইনভেস্টিগেশন দল ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, ঘটনার সত্যতা স্বীকার করেছে রায়ান এয়ার কর্তৃপক্ষ।

(ওএস/পি/অক্টোবর ০৭, ২০১৪)