বরিশালে তাজিয়া মিছিল
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পবিত্র আশুরা উপলক্ষে নগরীতে তাজিয়া মিছিল বের করা হয়েছিলো। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর নতুন বাজার এলাকা থেকে পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের উদ্যোগে মিছিল বের করা হয়।
এসময় তাজিয়া মিছিলে অংশগ্রহনকারীরা ইয়া হাসান-ইয়া হোসেন বলে শ্লোগান দিতে থাকেন। মিছিলের শুরুতে একটি বর্ণাঢ্য তাজিয়া বহন করে নিয়ে যাওয়া হয়। এছাড়া বাদ্য বাজনা সহকারে প্লেকার্ড ও নানা রঙের পতাকা বহন করা হয়। পরিষদের জেলা কমিটির সভাপতি মোঃ বাদশা ফকিরের নেতৃত্বে তাজিয়া, বিভিন্ন ধর্মীয় শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, কালো ও বিভিন্ন রঙেন পতাকা নিয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
(টিবি/এসপি/আগস্ট ১০, ২০২২)