একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : "পুলিশই জনতা, জনতাই পুলিশ " এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজবাড়ীর পাংশা মডেল থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ আগষ্ট) সকাল ১১টায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবর্স ) শাহনেওয়াজ রাজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম।

পাংশা উপজেলা ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ গ্রাম পুলিশ গন উপস্থিত ছিলেন। এসময় ভালো কাজের স্বীকৃতি সরুপ কলিমহর ইউনিয়নের গ্রাম পুলিশ শ্রী রাম প্রসাদ এর হাতে নগদ ৫ হাজার টাকা ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের ভূমিকাও প্রশসংনীয়। তৃনমূল পর্যায়ে তথা ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশও বিশেষ ভূমিকা রাখছে।

তিনি আরো বলেন, গ্রাম পুলিশ বাহিনী পুলিশ প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে গ্রাম পুলিশকে আরো সক্রিয় হতে হবে।

নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এলাকায় সন্দেহভাজন কোন নতুন লোক দেখলে তাদের খোঁজ খবর নিতে হবে এবং থানা পুলিশকে অবহিত করতে হবে। প্রতিটি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

(একেএমজি/এসপি/আগস্ট ১০, ২০২২)