রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস নিজের  ভাতিজা সিজার বিশ্বাস(৩৬) ও ভাগিনা ইমরান নূর(৩৪) কে মাদক সেবন করায় পাংশা মডেল থানা পুলিশকে আটক করতে সহযোগিতা করেছে। 

গত রোববার দিবাগত রাত ১২ টার দিকে পাংশা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের গুধিবাড়ি গ্রামের গুধিবাড়ি মোড় থেকে তাদেরকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ জব্দ করা হয়।

আটককৃত সিজার বিশ্বাস (৩৬), পাংশা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্যের গুধিবাড়ি গ্রামের লোকমান বিশ্বাসের ছেলে। ইমরান নূর(৩৪) কালুখালী উপজেলার ভবানিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। পাংশা মডেল থানার ডিউটি অফিসার এ এস আই মো. কামাল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ আরোও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের নিকট থেকে ১২০ ইয়াবা ট্যাবলেট ও ৩৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মামলা দায়ের করা হয়েছে। যার নং-৩৬/১,১০ এর (ক)। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন, পাংশা থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, এস আই তারিকুল ইসলাম, এস আই দিপঙ্কর, এ এস আই জাহিদুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

(একে/এসপি/আগস্ট ১০, ২০২২)