রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি।

বুধবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির নেতা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা ইয়াসিন আকন্দ, জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক কাজী আকাশ, তরুণ পার্টির আহ্বায়ক মারুফ আহমেদ, জাতীয় যুবসংহতির সদস্য সচিব জনি আহমেদ, জেলা যুবসংহতির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, পৌর কমিটির আহ্বায়ক শাহাজাদা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আব্দুল মালেক, জাতীয় পার্টির মহিলা পার্টির সদস্য সচিব লিমা আক্তার, জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য জামাল, প্রবাসী জেলা জাতীয় পার্টির সদস্য আ. লতিফ, অন্যতম সদস্য কাজী খোকন, সাবেক সহ- সভাপতি জেলা জাতীয় পার্টির সদস্য এড. মোজাম্মেল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, তেলের দাম বাড়ানো সরকারের একটি গনবিরোধী সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত থেকে সরে এসে সরকার বাহাদুর অনতিবিলম্বে তেলের দাম কমান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

(আরআ্র/এসপি/আগস্ট ১০, ২০২২)