স্টাফ রিপোর্টার : ঈদের একদিন অতিবাহিত হলেও রাজধানী থেকে এখনো পুরোপুরি কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে পারেনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।

ঢাকার বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা যায়, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির পশুর বর্জ্য। জনবল ও পরিবহন সংকটের কারণে সব এলাকা থেকে এখনো বর্জ্য অপসারণ করা সম্ভব হয়নি। এ ছাড়া পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লা ফেলেছে নগরবাসী।

রাজধানীর মিরপুর বাংলা কলেজ সড়কের এক পাশে ময়লা ফেলে রাখা হয়েছে। এতে করে রাস্তায় গাড়ি চলাচলে সমস্যা হয়েছে।

এ ছাড়া মগবাজার-মৌচাকের সড়কজুড়ে পশুর বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এখন পর্যন্ত ময়লা কেন নেওয়া হলো না এমন প্রশ্নের জবাবে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী আবদুল গফুর বলেন, ময়লা ফেলার গাড়ি কম। পরিচ্ছন্নতাকর্মীও কম। তাই আস্তে আস্তে ময়লা পরিস্কার করা হচ্ছে।

খিলগাওঁ এলাকার বাসিন্দা মো. ইউনুস বলেন, অলিগলির ভেতরতো সিটি কর্পোরেশন আসে না। কারণ এখানেতো মিডিয়া আসে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির প্রধান ক্যাপ্টেন রকিব উদ্দিন বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কাজ শেষ করতে পারব।

উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির প্রধান ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, আমরা বলেছি ৪৮ ঘন্টার মধ্যে কাজ শেষ করব। আমরা সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি।

(ওএস/এইচআর/অক্টোবর ০৮, ২০১৪)