রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।

মহানগরীর কেন্দ্রীয় কারাগারের সামনে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরীর মহিষবাথান এলাকার আবুল কালাম আজাদের ছেলে রাসেল (২২) ও সাগরপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রানা (২৩)।

এ ঘটনায় আহতরা হলেন- মহিষবাথান এলাকার আবুল কাশেমের ছেলে রাকিব (১৯) ও মিজানুর রহমানের ছেলে মুক্তাদির রহমান (২১), গৌরহাঙ্গা কল্পনা সিনেমা হলের পাশে জিতু (২৭), ডিঙ্গাডোবা মিশনের গেইট এলাকার কবির হোসেনের ছেলে মাহফুজুর রহমান সজিব (২৪)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেল দুটির মধ্যে একটি মোটরসাইকেল সাহেববাজার থেকে কোর্টের দিকে ও অন্যটি কোর্ট এলাকা থেকে সাহেববাজারের দিকে যাচ্ছিল। দুই মোটরসাইকেলেই তিনজন করে আরোহী ছিলেন। কেন্দ্রীয় কারাগারের সামনে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল দুটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেলের চালক রাসেল ও রানা নিহত হন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। সেইসঙ্গে নিহত দুজন ও আহত চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

(ওএস/এইচআর/অক্টোবর ০৮, ২০১৪)