কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন ১৬ তম বিসিএস  শিক্ষা ক্যাডারের মেধাবী কর্মকর্তা, বোয়ালমারী উপজেলার কেয়াগ্রামের কৃতি সন্তান শাহ মো. জাহাঙ্গীর হোসাইন। 

জানা যায়, অধ্যক্ষ হিসাবে যোগদানের পূর্বে তিনি ১৯৯৬ সালে ১৬ তম বিসিএস পরীক্ষায় ২৫ তম স্থান দখল করে ১০ আগস্ট ১৯৯৬ চাপাইনবয়াবগঞ্জ সরকারি কলেজে প্রভাষক হিসাবে যোগদান করেন। ২৯ এপ্রিল ১৯৯৭ তিনি বদলি হয়ে যোগদেন নাটোরের গোল-ই-আফরোজ সরকারি কলেজে। সেখানে সুনামের সাথে শিক্ষকতকা করে ২ জানুয়ারি ১৯৯৮ সালে তিনি বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজে যোগদেন। ১৯৯৮ থেকে এক নাগাড়ে ২০১৫ সালের ২৪ মার্চ পর্যন্ত তিনি বোয়ালমারী সরকারি কলেজে সুনামের সাথে শিক্ষকতা করেন।

বোয়ালমারী সরকারি কলেজে থাকাকালীন তিনি ৯ জুন ২০০৯ সালে প্রভাষক থেকে সহকারি অধ্যাপক হিসাবে পদোন্নতি পান। ২৯ মার্চ ২০১৫ সালে বোয়ালমারী সরকারি কলেজ থেকে তিনি বদলি হয়ে সরকারি রাঙামাটি কলেজে যোগদেন। ৬ নভেম্বর ২০১৬ সালে তিনি শরিয়তপুর সরকারি কলেজে যোগদান করে ১০ আগস্ট ২০২২ পর্যন্ত সেখানে সুনামের সাথে শিক্ষকতা করেন। ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর তিনি সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নতি পান।

শাহ মো. জাহাঙ্গীর হোসাইন চলতি মাসের ১৩ তারিখে তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন। উল্লেখ থাকে যে,২০১৬ সালে আলফাডাঙ্গা কলেজ জাতীয় করনের পর শাহ মো. জাহাঙ্গীর হোসাইন প্রথম বিসিএস কর্মকর্তা যিনি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

(কেএফ/এসপি/আগস্ট ১৩, ২০২২)