কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, “বিএনপি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তারা এখন ষড়যন্ত্রের দিকে। তারা এখন ষড়যন্ত্রের পথ খুঁজে বেড়াচ্ছে। পূজা এবং ঈদ অত্যন্ত আনন্দ মুখর ও সৌহার্দপূর্ণ পরিবেশে সারা দেশের মানুষ উদযাপন করেছে। তারপরও মির্জা ফখরুল সাহেব কোথায় সমস্যা খুঁজে পেলেন সেটা আসলে উনার কাছে প্রশ্ন করলে ভালো হতো।

মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন।

হানিফ বলেন, “বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থা অনেক বেশি, তাই এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কোনো ফল লাভ হবে না এটা বিএনপি নেতারা জানেন এবং বেগম খালেদা জিয়াও জানেন। তাদের কাছে আন্দোলন করার সেই শক্তি বা কৌশল নেই।”

আওয়ামী লীগের এই নেতা বলেন, “বিএনপির আন্দোলন কোনোদিন আলোর মুখ দেখবে না, তাই তাদের আন্দোলন মোকাবিলার জন্য আমাদের কোনো প্রস্ততির প্রয়োজন নেই। আমরা বার বার বলেছি যে আন্দোলনের কর্মসূচির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই সেই ধরনের কর্মসূচি কোনোদিন বাস্তবায়ন করা সম্ভব হবে না।”

হানিফ বলেন, “সমস্যা উনাদের একটাই, উনারা এখন উনাদের অস্থিত্ব নিয়ে সংকটে ভুগছে, উনাদের প্রতি মানুষের যে আস্থা ক্রমান্বয়ে তলানিতে পৌঁছে গেছে, যার কারণে আজকে বিএনপি জোট থেকে অনেক দল বেরিয়ে যাচ্ছে। বিএনপি থেকেও অনেকে সরে যাচ্ছে। বিএনপি এখন ভাঙ্গনের মুখে, অস্তিত্ব সংকটে আছে আর এই অস্তিত্ব সংকটের কারণেই তারা শুধু সমস্য আর ধোয়াসা ছাড়া আর কিছুই দেখছে না।

(কেকে/অ/অক্টোবর ০৭, ২০১৪)