বোয়ালামলরী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ৮০ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল।

রোববার ১৪ আগস্ট বিকেলে উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি এলাকায় র‌্যাব-৮ এর একটি টিম অভিযান পরিচালনা করে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ মাদক বিক্রেতাকে আটক করেন।

সূত্রে জানা যায়, র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মোটরসাইকেল যোগে একজন যুবক ফরিদপুরে মাদক নিয়ে আসছে। সে তথ্যের ভিত্তিতে র‍্যাব -৮ এর একটি দল ময়না ইউনিয়নের খরসূতি বাজারের পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল সার্স করেন। এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করে দ্রুত গতিতে পার হয়ে যায়। তখন র‍্যাবের সদস্যরা ধাওয়া দিয়ে মোটরসাইকেল চালককে আটক করে। এ সময় মোটরসাইকেল তল্লাশি করে তেলের টাঙ্কির মধ্যে সংরক্ষিত স্থান থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে সাইমন শেখকে (৩২) আটক করেন। আটক হওয়া মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

পরে তাকে রোববার রাতে মোটরসাইকেল ও ফেনসিডিলসহ বোয়ালমারী থানায় সোপর্দ করা হয়। র‍্যাবের ডিএডি বিএম ইউসুফ আলী বাদী হয়ে ২০১৮ সালের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ১৪ (গ) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ৮/১৪৯।

আসামী সাইমন শেখকে সোমবার (১৫.০৮.২২) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ৮০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে রোববার সন্ধ্যায় থানায় সোপর্দ করে র‍্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় র‍্যাবের দায়েরকৃত মামলায়
আসামীকে সোমবার আদালতে চালান করা হয়েছে।

(কেএফ/এসপি/আগস্ট ১৫, ২০২২)