মংলা প্রতিনিধি : মংলার পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের মৃগামারী এলাকায় র‌্যাব-৮ ও বনদস্যু আউয়াল বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় দু’দস্যু নিহত হয়েছে। উদ্ধার হয়েছে ৭টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ।

র‌্যাব-০৮ (বরিশাল) এর সিও লে. কর্ণেল ফরিদুল আলম জানান, বনজীবি ও জেলেদের নিরাপত্তা এবং দস্যু দমনে চলমান অভিযানের অংশ হিসেবে র‌্যাবের নিয়মিত টহলদল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বনের মৃগামারী এলাকায় পৌছালে সেখানে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা বনদস্যু আউয়াল বাহিনীর সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় ৪০মিনিট ধরে চলা বন্দুক যুদ্ধের এক পর্যায়ে দস্যুরা পিছু হটে বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশী চালিয়ে বনের মধ্যে দু’দস্যুর লাশ পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে র‌্যাব। লাশ দুটি বনদস্যু আউয়াল বাহিনীর সদস্য জাকির (২৮) ও রাজুর (৩২) বলে সনাক্ত করেছে জেলেরা।

এদিকে ঘটনাস্থল থেকে ৭টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি, বাইনোকোলারসহ নানা ধরণের সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব কর্মকর্তা ফরিদুল আলম বলেন, বনের মৃগামারী এলাকায় এখন পর্যন্ত অভিযান ও তল্লাশী চলছে।

(এএইচএস/জেএ/অক্টোবর ০৮, ২০১৪)