রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় লক্ষ্মীপুরের রায়পুরে ৯ জেলেকে আটক করেন কোস্টগার্ড।  বুধবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করে নদীর পাড়ে পোড়ানো হয়। পরে আটকৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম তাদের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদন্ড ও জন প্রতি ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় চরজালিয়া এলাকার খোকন, বাচ্চু, ইউসুফ, মিলন ও হাইমচর এলাকার আল আমিন, মহন মিয়া, রজব আলী, স¤্রাট, আনোয়ার হোসনকে আটক করে দন্ড ও জরিমানা করা হয়েছে।
রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার বন্ধে প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্যে ইতোমধ্যে বেশ কয়েকটি অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য, ৫ থেকে ১৫ অক্টোবর ১১দিন নদীতে মা ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এসময়ের মধ্যে মাছ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় দন্ডনীয় অপরাধ।

(এমআরএস/অ/অক্টোবর ০৮, ২০১৪)