স্পোর্টস ডেস্ক : আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে সুখবর পেলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার বড় লাফ দিয়ে ঢুকে পড়েছেন সেরা দশে।

বুধবার আইসিসির প্রকাশিত র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা যাচ্ছে, ৬ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ। ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে তিনি এখন ১০ নম্বরে আছেন।

৬৪০ রেটিং পয়েন্ট মোস্তাফিজের। এছাড়া ৪৬৯ পয়েন্ট নিয়ে তাইজুল ইসলাম তার ক্যারিয়ারসেরা ৫৩তম স্থানে উঠে এসেছেন। বাঁহাতি এই স্পিনার ১৮ ধাপ এগিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন মোস্তাফিজ। তাইজুল ৩৪ রানে শিকার করেন ২ উইকেট। এছাড়া শেষ ওয়ানডেতে ১৬ রানে ১ উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন।

ওয়ানডে ব্যাটারেদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়ক আছেন ১৬তম স্থানে। এক ধাপ এগিয়ে ৩৪তম মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের শেষ ওয়ানডেতে ৮৫ রান করা আফিফ হোসেন রয়েছেন ৮৩তম স্থানে।

মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে এখন ২১ নম্বরে। তবে জিম্বাবুয়ে সফরে না খেললেও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানটি দখলে রেখেছেন সাকিব আল হাসান।

(ওএস/এসপি/আগস্ট ১৭, ২০২২)