ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ২০০৫ সালে ১৭ আগষ্ট সারাদেশে ৬৩ জেলায় গ্রেনেড হামলা বার্ষিকী স্মরণে বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দিলেন আসাদুজ্জামান নূর। 

আজ বুধবার ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে নীলফামারী জেলা আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। সকাল ১১টায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন তিনি। মিছিলে অংশগ্রহণকারীরা

সন্ত্রাস,সাম্প্রদায়িকতাজঙ্গীবাদবিরোধী শ্লোগান দেয়। প্রচন্ড খরতাপের মধ্যে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী মিছিলে অংশ গ্রহণ করেছে। বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশ জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান।

এসময় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারন সম্পাদক, জেলা কৃষকলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক, যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা তাতীঁলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

(ওকে/এসপি/আগস্ট ১৭, ২০২২)