শিমুল সাহা, লক্ষ্মীপুর : জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ্মীপুরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পৌর শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণ এসে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন সম্প্রদায়ের নারী পুরুষরা বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

এরআগে শ্যাম সুন্দর জিউর আখড়ায় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান পিপিএম সেবা, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. শৈবাল কান্তি সাহা, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. জহর লাল ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এড. রতন লাল ভৌমিক, সাধারন সম্পাদক স্বপন দেবনাথ, যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক শিমুল সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি শিপন মজুমদার, মহিলা ঐক্য পরিষদের সভাপতি বনশ্রী পাল, সাধারন সম্পাদক বানু নাগ, যুব ঐক্য পরিষদের জেলা সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারন সম্পাদক ঝুটন কুরী প্রমুখ।

বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা মহা আনন্দে এ উৎসব পালন করে থাকেন। ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশ ও জাতির মঙ্গল কামনার্থে সকল ধর্মের মানুষকে নিজ নিজ ধর্ম ও জীবন দর্শনের চর্চা আয়ত্ব করার প্রয়োজন। তাতে আমাদের মনের গভীরে জমে থাকা হিংসা, লোভ, অসততা দূর করে একজন পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করবে।

এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে গীতাযজ্ঞ, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(এসএস/এএস/আগস্ট ১৯, ২০২২)