ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে খেলার মাঠে আশ্রয়ন প্রকল্পের ঘড় নির্মানকে কেন্দ্র করে গ্রামবাসির সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এসিল্যান্ডসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

রবিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শাহজাদপুরের সহকারি কমিশনার ভূমি লিয়াকত সালমানকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুরাইয়া খাতুন নামে এক শিশুকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শেফালি বেগম (৪০), রেহানা বেগম (৪২) ও আয়েলা খাতুন (৪৮) কে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন যাবৎ জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া গ্রামের লোকজন একটি সরকারি তফসিলভুক্ত সম্পত্তিকে খেলার মাঠ হিসেবে ব্যাবহার করে আসছিল। সম্প্রতি ঐ খেলার মাঠটি আশ্রয়ন প্রকল্প নির্মানের জন্য নির্ধারন করে উপজেলা প্রশাসন। এর প্রতিবাদে ও খেলার মাঠ রক্ষার দাবিতে এলাকাবাসি মানববন্ধন কর্মসূচিসহ না না কর্মসূচি পালন করে আসছিল।

রবিবার সকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম ও সহকারি কমিশনার ভূমি লিয়াকত সালমানসহ উপজেলা প্রশাসেনের কর্মকর্তারা আশ্রয়ন প্রকল্পের জন্য নির্ধারিত স্থান জরিপ, পরিদর্শন ও বালি ভরাটের জন্য গেলে এলাকাবাসি তাদের বাধা দেন। এতে উভয় পক্ষে বাকবিতন্ডা শুরু হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে। এসময় গ্রামবাসির ছোড়া ঢিলের আঘাতে এসিল্যান্ড লিয়াকত সালমানের মাথা ফেটে গেলে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়।

এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে সহকারি কমিশনার ভূমি লিয়াকত সালমানকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুরাইয়া খাতুন নামে এক শিশুকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম জানান, গ্রামবাসির ছোড়া ইটের আঘাতে এসিল্যান্ড আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(আই/এসপি/আগস্ট ২১, ২০২২)