গাইবান্ধা প্রতিনিধি : জেলার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মরুয়াহদ গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মোশাররফ হোসেন, জাকির মিয়া, ফেরদৌস, রফিকুল ইসলাম, আবদুল মতিন ও ফরিদকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এদের মধ্যে রফিকুল ইসলাম ও মোশাররফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনাস্থল থেকে ফিরে এসে সাদুল্যাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজু আহম্মেদ জানান, বুধবার সকালে গ্রামের মোশাররফ হোসেনের ভাগ্নে ফেরদৗস মিয়া তার মোটরসাইকেল বাড়ির পাশের রাস্তায় দ্রুতগতিতে চালাচ্ছিলেন। এ সময় রফিকুলের ছেলে ফরিদ মিয়া তাকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে নিষেধ করেন। এতে ফেরদৌসের সঙ্গে ফরিদের কথাকাটাকাটি ও হাতহাতির ঘটনা ঘটে।

বিষয়টি উভয়ের পরিবার জানতে পারলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বুধবার সাড়ে ১০টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সাদুল্যাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় উভয়পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ওএস/এইচআর/অক্টোবর ০৯, ২০১৪)