বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার বিপক্ষে নয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে তোলা হয়েছে। স্কুল-কলেজের শিক্ষা ব্যবস্থার সাথে সংগতি রেখে আওয়ামীলীগ সরকার মাদ্রাসা শিক্ষার সমন্বয় করেছে। ফলে বর্তমানে মাদ্রাসা ও স্কুলের ব্যবস্থার তফাৎ অনেক কমে এসেছে।’

তিনি বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুন্ড নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকাবাসী কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নানামুখি বাস্তব পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছেন। বিদ্যালয়হীন গ্রামগুলোতে সরকার নতুন নতুন স্কুল স্থাপন করছে।’ তিনি মাধবকুন্ড নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

স্কুল স্থাপনের অন্যতম উদ্যোক্তা এনাম উদ্দিনের সভাপতিত্বে মেহেদী হাসান কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. আমিনুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন , সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, ইসলাম উদ্দিন, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, আশরাফ হোসেন প্রমুখ।

(এলএস/জেএ/অক্টোবর ০৯, ২০১৪)