স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : কেশবপুরে শোকের মাসে লাল ফিতা কেটে মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথির উদ্বোধনের আগেই মাদ্রাসার সভাপতি ও সুপার মিলে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ভবন উদ্বোধন করেছেন। গত ১৭ ই আগষ্ট উপজেলার মির্জাপুর মহিলা দাখিল মাদ্রাসায় এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।

৭৫ এর আগষ্ট মাসে জাতির শ্রেষ্ট সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মম ভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধী অপশক্তিরা। এই মাসটি বাঙ্গালি জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে থাকে। অথচ সেই আগষ্ট মাসে মাদ্রাসার সভাপতি মোঃ কাসেম সরদার ও সুপার খলিলুর রহমান লোকবল নিয়ে কোনো প্রকার বিধিনিষেধের তোয়াক্কা না করে লাল ফিতা কেটে, বিরিয়ানি ভোজের মধ্য দিয়ে নিজেরা নিজেরা স্কুলের ভবন উদ্বোধন করেছেন। অন্যদিকে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে মাদ্রাসা থেকে কোনো কার্মসূচি পালন করা হয়নি।

মাদ্রাসার সুপার খলিলুর রহমানের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি ঘটনা অস্বীকার করে বলেন, ভবন উদ্বোধন করা হয়নি, ক্লাস করার জন্য দোয়া অনুষ্ঠান করে নতুন ভবনে উঠা হয়েছে। সভাপতি সাহেব আ'লীগের লোক তিনি ফিতা কেটেছেন। ভবন তো উদ্বোধন করবেন শাহিন চাকলাদার। তিনি আরো জানান, এখন তো বিএনপির লোক সভাপতি হলেও আ"লীগের লোকদের সভাপতি করে দেওয়া হয়।

মাদ্রাসার সভাপতির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়াতে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদের সাথে ২ দিন ধরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত কন্টাক নম্বর (01711488470) সুইচ অফ পাওয়া যায়।

(এসএ/এসপি/আগস্ট ২৩, ২০২২)