রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের ঝরনা দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মো. শারজিল আহমেদ খান (৩৩) নামের এক পর্যটক। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা সাতজনের একটি পর্যটক দল মঙ্গলবার সকালে সাজেক ভ্যালির সিকাম তৈসা ঝরনা দেখতে পাহাড় থেকে দুই হাজার দুইশ ফুট নিচে চলে যান। এরপর পর্যটক দলের সদস্য মো. শারজিল আহমেদ খান হঠাৎ ঝরনার নিচে অসুস্থ হয়ে আটকা পড়েন। আটকে পড়া সদস্যকে উদ্ধার তার সঙ্গীরা প্রাণপণ চেষ্টা করে ব্যর্থ হন।

এ সময় ওই দলের এক সদস্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি সম্পর্কে অবহিত করলে রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনের নির্দেশে একদল পুলিশ সদস্য আটকে পড়া পর্যটককে উদ্ধার শেষে বাঁশের মাচাঙে তুলে কাঁধে করে সাজেকের প্যারাগন রিসোর্টে নিয়ে আসে।

সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মুশফিক বলেন, পর্যটক যেখানে আটকা পড়েছে, সেখানে কোনো মানুষের বসবাস নেই। এসপি স্যারের নির্দেশে আমরা সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনা স্থলে পৌঁছে আটকে পড়া পর্যটককে উদ্ধার করে সাজেকের কটেজে নিয়ে আসি।”

(আরএম/এসপি/আগস্ট ২৪, ২০২২)