গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুরাতন জেল রোডে সর্বাধুনিক প্রযুক্তির সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা ও মানসম্মত নির্ভুল রিপোর্ট প্রদানের অঙ্গীকার নিয়ে আগামি ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে- 'ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড' নামের একটি নতুন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান।

এ উপলক্ষে গতকাল দুই পর্বে (দুপুর ও রাতে) প্রতিষ্ঠানটির উদ্যোগে চমকপ্রদ ও বর্ণাঢ্য আয়োজনে জেলা শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে দুটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দুপুরে অনুষ্ঠিত প্রথম পর্বটিতে গণমাধ্যম কর্মীবৃন্দ ও রাতে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত জমজমাট ওই মতবিনিময় সভায় জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দুটি পর্বেই সভাপতিত্ব করেন ঢাকার ইউনির্ভাসেল মেডিকেল কলেজ হাসপাতাল ও এর সহযোগী প্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

দুপুরের অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ জেলার প্রায় সব গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

এদিকে রাতের মতবিনিময় সভায় সুশীল সমাজের নেতৃবৃন্দের মধ্যে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন জেলার সিআইডির বিশেষ পুলিশ সুপার শাহরিয়ার আলম, বিশিষ্ট দুই রাজনীতিবিদ আবদুল ওয়াহিদ খান লাভলু ও এডভোকেট মাহাবুবুল আলম খোকন, অধ্যক্ষ এডভোকেট মো. হাবিব উল্লাহ, এডভোকেট সোমেশ রঞ্জন রায়, অধ্যক্ষ হরিলাল দেবনাথ, অধ্যক্ষ সোপানুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক নীহার রঞ্জন সরকার, সঞ্জীব ভট্টাচার্য, গৌরাঙ্গ দেবনাথ অপুসহ প্রায় ২৫ জন সুশীল প্রতিনিধি।

বক্তারা মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা চেয়ে উন্নত ও বিভিন্ন পরীক্ষার নির্ভুল রিপোর্ট প্রদানের দাবি জানিয়ে বলেন,'নতুন এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি তাঁদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সত্যিকারের মানসম্মত, উন্নত ও আধুনিক সুযোগ সুবিধার যথাযথ চাহিদা পূরণ করতে পারলে, শহরে থাকা নিম্নমানের অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো থেকে জনগণ এক পর্যায়ে মুখ ফিরিয়ে নেবে।

এসময় বক্তারা গরীব রোগীদের বিভিন্ন পরীক্ষা নীরিক্ষায় ২৫% থেকে ৫০% ডিসকাউন্ট দেয়ারও জোর দাবী করেন। এছাড়া প্রতিষ্ঠানটি যেন সবসময় 'দালালমুক্ত' থাকে সে বিষয়েও কেউ কেউ জোরালো বক্তব্য রাখেন।

জবাবে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডের কর্ণধার স্পষ্টভাষী বক্তা ডা. আশীষ চক্রবর্তী বলেন,'সর্বাধুনিক সুযোগ সুবিধাসহ মানসম্মত উন্নত স্বাস্থ্য সেবা ও গুণগত মান বজায় রেখে ভেরিফাইড রিপোর্ট প্রদান করাই হবে এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। পাশাপাশি শতভাগ সততার অঙ্গীকার নিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করাও হবে আমাদের অন্যতম প্রধান টার্গেট।

ডা. আশীষ চক্রবর্তী বলেন,'ব্রাহ্মণবাড়িয়া আমার জন্মভূমি। তাই এখানে ব্যবসা বা মুনাফা করতে আসিনি। এখানে এসেছি মূলত জন্মভূমির আপন মানুষগুলোকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে। তাই লাভ নয়, টিকে থাকতে পারলেই হবে।
তিনি দৃঢ়তার সাথে বলেন, কোন দালালকে এখানে প্রশ্রয় দেয়া হবে না।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলাসহ জেলা শহরের শতাধিক সুশীল সমাজের প্রতিনিধিদের অংশ গ্রহণে মতবিনিময় সভাটি এক পর্যায়ে সুধী সমাজের মিলন মেলায় রূপ নেয়।

(জিডি/এসপি/আগস্ট ২৫, ২০২২)