স্টাফ রিপোর্টার : ভাষা সৈনিক আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা না দিয়ে সরকার ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক আব্দুল মতিনের কফিনে ফুল দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, মহান এ নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া সরকারের দায়িত্ব ছিলো। বিএনপিরসহ গোটা দেশের মানুষ এটা আশা করেছিলো। কিন্তু কেন দেয়নি এটা সরকার জানে।

ভাষা মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জোর দাবি জানান তিনি।

তিনি বলেন, ভাষা সৈনিক আব্দুল মতিন ছিলেন কিংবদন্তী নেতা। তিনি ভাষা আন্দোলনের একমাত্র সূতিকাগার ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ গড়ার কাছে ব্যস্ত ছিলেন। তার এ শূণ্যতা জাতি পূরণ করতে পারবে না।

এসময় বিএনপির স্থানীয় কমিটির সদস্য এমকে আনোয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভাষা সৈনিক আব্দুল মতিন বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ওএস/এটিআর/অক্টোবর ০৯, ২০১৪)