মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে বৃহস্পতিবার দুপুরে বোমা বিষ্ফোরণে দুজন আহত হয়েছেন। চাঁদাবাজদের ফেলে যাওয়া বোমা নেড়েচেড়ে দেখতে গিয়ে এ বিপত্তি ঘটে।

আহতরা হচ্ছেন, হাড়াভাঙ্গা গ্রামের দুবাই প্রবাসী রাইতাল হোসেনের স্ত্রী রেহেনা খাতুন (৩০) ও তার পিতা আব্দুস সামাদ (৬০)। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রেহেনার বাড়ির ছাদ থেকে তার বোনের মেয়ে আদুরী খাতুন খেলতে গিয়ে বোমাটি কুড়িয়ে বাড়ির আঙ্গিনায় নিয়ে আসে। বোমা ভেবে সন্দেহ হলে রেহেনা ও তার পিতা সেটি নেড়েচেড়ে দেখছিলেন। এক পর্যায়ে বোমাটির বিষ্ফোরণ ঘটে। বোমার স্পিলিন্টারে তাদের পায়ে রক্তাত্ব জখম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজিপুর ইউনিয়ন পরিষদ সদস্য হাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা মহিবুল ইসলাম জানান, বাড়ির ছাদে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে অজ্ঞাত চাঁদাবাজরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে রেহেনার কাছে। তাই ধারণা করা হচ্ছে চাঁদার দাবিতে ওই বোমাটি রাখা হয়েছিল।

গাংনী থানা ওসি রিয়াজুল ইসলাম জানান, চাঁদার দাবিতে বোমা রাখা হতে পারে। বিষয়টির তদন্ত করা হচ্ছে।

(এনবি/জেএ/অক্টোবর ০৯, ২০১৪)