কক্সবাজার প্রতিনিধি : চকরিয়া  উপজেলায় সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে একটি ট্রাক ও একটি মাইক্রোবাস।

রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা বিট কাম ফরেস্ট চেক স্টেশনের কাছে এ অভিযান চালানো হয়।

এতে আটকরা হল, কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকার মো. আলী আকবরের ছেলে মো. জাহিদ আলম (২৩), কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. মোস্তাক আহমদ (৩২) ও ঘোনারপাড়ার মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ সোহেল।

কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান জানান, কক্সবাজার শহর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া বরফ বোঝাই ট্রাকে করে ইয়াবাগুলো পাচার হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে মহাসড়কে ট্রাকটি আটকে দিয়ে চালকের সীটের উপরে ও নীচে তল্লাশী করে বিশেষ কৌশলে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ইয়াবা বহনকারী ট্রাকের পেছনে পেছনে ছিল নোয়া গাড়িটি। সেখানে অবস্থান করছিল ইয়াবা পাচারকারী মোস্তাক আহমদ। এ সময় ৩ জনকে আটক করা হয়। জব্দ করা হয় বরফ বোঝাই ট্রাক ও নোয়া মাইক্রোবাস ।

এ ব্যাপারে চকরিয়া থানার এসআই মো. নজরুল ইসলামী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে জানান তিনি।


(টিটি/অ/এপ্রিল ২৭, ২০১৪)