নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পশ্চিম চরজুবলী গ্রামে (হারিছ চৌধুরী বাজার সংলগ্ন) বারিকের বাপের বাড়িতে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে সাইমুন (৭) নামের এক শিশুকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মৃত মতলব সওদারের ছেলে আবদুল হাসিম এর বিরুদ্ধে, এসময় প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, কাজল বেগম(৪৫), ফাতেমা খাতুন (৩৫), রানী আক্তার (৩০) খান সাহেব (৪০)। তাদের চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিশু সাইমুন জানান, আমি পুকুরে গোসল করতেছি, হাসিম আমার মাথা চেপে পানিতে ডুবিয়ে ধরছে, এসময় আমি চিৎকার করলে হাসিম আমার গলা চেপে ধরে।

আহত রানী আক্তার বলেন, খান সাহেবের ছেলের গোসলকে কেন্দ্র করে হাসিমের পরিবারের সাথে ঝগড়া হচ্ছে আমি এবং আমার বোন ফাতেমা খাতুন জানালা দিয়ে দেখতেছি, হাসিমের লোকজন মনে করছে আমরা তাদের ঝগড়ার ভিডিও ধারন করতেছি, এজন্য হাসিম, কাশেম,আরমান,দোলন,আলমগীর, আরাফাত হাসান আমাদের গালাগালি করে আমার বসতঘরে ডুকে আমাকে এবং আমার বোনকে এলোপাতাড়ি মেরে আমার পা ভেঙে দেয়, আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই।

হামলার বিষয়ে আবদুল হাসিমের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এই বিষয়ে কথা বলতে রাজি নন বলে জানান।

চরজব্বার থানা এসআই (উপ-পরিদর্শক) মনির হোসেন বলেন,এ বিষয়ে থানায় লিখিত পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি,অধিকতর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(আইইউএস/এএস/আগস্ট ২৭, ২০২২)