হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের শ্রমিকদের উপর গ্রামবাসীর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী। বুধবার সন্ধ্যায় চা বাগানের মন্দির ঘরে এক সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে এ ঘটনার সমাধান হবে।

মন্ত্রী বলেন, ঈদের আগের দিন ভোরে চা শ্রমিকদের উপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এতে আমি ভীষণ লজ্জিত এবং দুঃখিত। এ ঘটনায় যাদের বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে তাদেরকে হবিগঞ্জ জেলা সমাজকল্যাণ অফিস থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।

চা শ্রমিকদের উপর হামলার ঘটনা সমাধানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাখন লাল কর্মকার। এসময় উপস্থিত ছিলেন এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, সংরক্ষিত মহিলা এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সহকারি পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রমুখ।

প্রসঙ্গত, দুর্গাপূজায় এক নারী চা শ্রমিকের শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে গত রোববার রশিদপুর চা বাগানের শ্রমিকদের উপর পাশ্ববর্তী সুন্দ্রাটিকী গ্রামবাসী হামলা চালায়। এতে শতাধিক চা শ্রমিক আহত হন। হামলাকারীরা বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে বলে শ্রমিকরা অভিযোগ করেন।

(পিডিএস/এটিআর/অক্টোবর ০৯, ২০১৪)