বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে  হ্জ্ব  ও তাবলীগ সম্পর্কে  কুরুচিমুলক মন্তব্য বিষয়ে মামলা আমলে নিয়ে  আগামী ২০ অক্টোবর স্বশরীরে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন। বড়লেখার খাদেমুল কোরআন পরিষদের সাধারন সম্পাদক রহিম বখত মুসা বাদী হয়ে  আদালতে মামলার প্রেক্ষিতে আদালত লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে  সমন জারি করেছেন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ছাতিহাটী গ্রামের মৃত আব্দুল আলী সিদ্দিকীর ছেলে বর্তমান সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে প্রবাসীদের মতবিনিময় সভায় হ্জ্ব ও তাবলীগ সম্পর্কে কটুক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করেছেন।

মামলার বাদী রহিম বখত মুসা আরো জানান বলেন, ধর্মপ্রাণ মানুষ হিসেবে সারা বিশ্বের মুসলিম জাতির ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তাই তিনি স্ব প্রনোদিত হয়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছেন। বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক গাজী দোলোয়ার হোসেন মামলাটি আমলে নিয়ে লতিফ সিদ্দিকীকে আগামী ২০অক্টোবর স্ব শরীরের আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

বাদী পক্ষের মামরা পরচিালনকারী এডভোকেট ইয়াছিন আলী জানান, বিজ্ঞ বিচারক হ্জ্ব ও তাবলীগ সম্পর্কে কুরুচিমুলক মন্তব্য বিষয়ে মামলা আমলে নিয়ে বিবাদী রতিফ সিদ্দিকীর বিরুদ্ধে স্ব শরীরের আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন।

(এলএস/এটিআর/অক্টোবর ০৯, ২০১৪)