আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের নগরকান্দায় প্রায় ৫ লক্ষ টাকা মূল্যমানের মোট ৮০ টি অবৈধ চায়না দুয়ারি পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য কর্মকর্তা।

সোমবার বিকালে উপজেলায় দেশীয় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপজেলার কাইচাইল বিল ও ভাজনকান্দা এলাকা থেকে এসব জাল ধ্বংস করে নগরকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়।

এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা থানা পুলিশের এস,আই গোলাম কিবরিয়া ও আইনশৃংখলা বাহিনীর অন্যান্য সদস্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, দেশীয় মাছ সংরক্ষণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(এএনএইচ/এএস/আগস্ট ৩০, ২০২২)