রাঙামাটি প্রতিনিধি : ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট করায় রাঙামাটির কাপ্তাই থেকে এক মারমা যুবককে আটক করেছে।

ওই যুবকের নাম অং সিং মারমা। সে নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। কাপ্তাইয়ের বরইছড়িতে তারা বাড়ি। সে তার ফেসবুকে ইসলাম ও কুরআনকে অবমাননা করে দুটি পোস্ট দেয়। এ ঘটনায় আইসিটি আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন জানান, ইসলাম ধর্মকে অবমাননা করে ওই পোস্ট করায় এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। অং সিং মারমাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভও করে জনতা। মঙ্গলবার তারা একই দাবিতে মহাসড়ক অবরোধও করে।

খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোস্তাফা কামাল ও পুলিশ সুপার আমেনা বেগম ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা ক্ষুব্ধ জনতার সাথে বৈঠকও করেন। মঙ্গলবার রাতে পুলিশ অং সিং মারমাকে আটক করে।

ওসি হারুন জানান, অং সিং মারমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

(ওএস/এটিআর/অক্টোবর ০৯, ২০১৪)