বরিশাল প্রতিনিধি : অতিরিক্ত যাত্রী বহন করায় সুন্দরবন-২ লঞ্চ থেকে বাড়তি যাত্রী নামিয়ে দিয়েছে বরিশাল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। অপরদিকে রাত বেশি হওয়ায় লঞ্চ ছাড়তে চাচ্ছেন না সুন্দরবন লঞ্চের মালিক। আবার ফেরত দিতে চাচ্ছেন না যাত্রীদের টিকিটের টাকাও। এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত বিক্ষোভ করেছেন যাত্রীরা।

বরিশাল নদীবন্দরের কর্মকর্তা মো. শহীদ উল্যাহ জানান, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় তারা লঞ্চ থেকে কিছু যাত্রী নামিয়ে দেন। এ নিয়ে লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হলে পরবর্তীতে রাত বেশি হওয়ার কথা বলে লঞ্চ ছেড়ে যেতে অপারগতা প্রকাশ করেন লঞ্চের মালিক। এর পর তারা যাত্রীদের জন্য বিকল্প লঞ্চের ব্যবস্থা করেন। যাত্রীদের টিকিটের টাকা সুন্দরবন লঞ্চ কর্তৃপক্ষ ফেরত দিতে অপারগতা প্রকাশ করলে যাত্রীরা বিক্ষোভ করেন।

(ওএস/এইচআর/অক্টোবর ১০, ২০১৪)