দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল পৌনে ছয়টায় ‌ফরিদপুর শহরস্থ কাটপট্টি জেলা বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় ফরিদপুর জেলা বিএনপি'র উদ্যোগে জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন এর সভাপতিত্বে গত, ০১ সেপ্টেম্বর  নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওনের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

উক্ত কর্মসূচিতে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি সহ তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশের গুলিতে যুবদল নেতা শাওনের নিহতের ঘটনায় বিএনপি সারাদেশে কেন্দ্রীয় ভাবে গায়েবানা জানাজা আদায় কর্মসূচির আয়োজন করে। তারই অংশ হিসেবে ফরিদপুরে এ কর্মসূচি পালন করা হয়।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২২)