লক্ষ্মীপুর প্রতিনিধি : বিদ্যুতের দাবিতে জেলার রায়পুর উপজেলায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসে অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে অফিসের ভেতরে থাকা একটি পিকআপভ্যান ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বিদ্যুতের দাবিতে সন্ধ্যায় উপজেলার বাসাবাড়ি এলাকায় লক্ষ্মীপুর-রায়পুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৮টার দিকে বিক্ষুব্ধ গ্রাহকদের অরেকটি বিক্ষোভ মিছিল বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিয়ে টায়ারে অগ্নিসংযোগ করে এবং কার্যালয়ের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে অফিসের ব্যবহৃত একটি পিকআপভ্যান (লক্ষ্মীপুর-ম-১১০০১১) এবং একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আন্দোলনরত গ্রাহকরা লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বিভিন্ন স্থান গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। ফলে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারেননি। তবে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

রায়পুর থানার ওসি এ কে এম মঞ্জুরুল হক আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিস্থিতি খুবই খারাপ, তাই এখন ব্যস্ত আছি।’

(ওএস/এইচআর/অক্টোবর ১০, ২০১৪)