লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রজনন মৌসুমে লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। লক্ষ্মীপুরের মেঘনা নদীর মজু চৌধুরীরহাট এলাকা থেকে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কারেন্ট জালগুলো জব্দ করে তা বিনষ্ট করে।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ বলেন, রাতে মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে স্থানীয় জেলেরা মাছ ধরছিল। এ খবর পেয়ে নদীতে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে দ্রুত পালিয়ে যায়। এ সময় নদী থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ১১ দিন ডিমওয়ালা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। যে কারণে মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। এ সময় কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

(ওএস/এইচআর/অক্টোবর ১০, ২০১৪)