টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে অপহরণের ১২ ঘণ্টা পর গাজী খান (৩৫) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের আকুরটাকুর পাড়ায় পলাশের বাসা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ১ জনকে আটক করেছে।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ওসি আক্তারুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভাতকুড়া গ্রামের গাজী খান করটিয়া ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি যাওয়ার পথে অপহৃত হন। কিছুক্ষণ পর তার মোবাইল নম্বর বন্ধ পেয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেন। পরে বিকেলে অপহৃতের ছোট ভাইয়ের মোবাইলে অপরিচিত নম্বর থেকে বিকাশের মাধ্যমে ২ লাখ টাকা মুক্তিপণ চেয়ে একটি ফোন আসে। এরপর অপহৃতের পরিবার থানা পুলিশের আশ্রয় নেয়। পুলিশ মোবাইল নম্বর ট্র্যাকিং করে শহরের পুরান বাসস্ট্যান্ডের ধানসিঁড়ি ফোন ফ্যাক্সের দোকান থেকে কামাল ওরফে গরু কামাল (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে। কামালের স্বীকারোক্তি মোতাবেক শহরের আকুরটাকুর পাড়ায় রাজুর ছেলে পলাশের বাসা থেকে তালাবদ্ধ আবস্থায় গাজী খানকে উদ্ধার করা হয়। এ সময় পলাশের বাবা-মাসহ সবাই পালিয়ে যায়।

(ওএস/এইচআর/অক্টোবর ১০, ২০১৪)