আবু নাসের হুসাইন, সালথা : জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (রঃ) ছাহেবের পবিত্র ওফাত দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী ইসলামী সন্মেলন ফরিদপুরের কৈজুড়ী জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হয়েছে।

আরবী হিসাব অনুসারে ৭ সফর বিশ্বওলীর ওফাত দিবস। শোক বিধুঁর এ দিবস উপলক্ষ্যে শনিবার ৬ সফর থেকে শুরু হয় ইসলামী সন্মেলন। সারা দেশ থেকে লাখো শান্তিকামী মানুষ সমবেত হয় ইসলামী সম্মেলনে।

রবিবার বাদ ফজর বিশ্বওলী (রঃ) এর পবিত্র রওজা শরীফ যিয়ারত ও মুনাজাতের মধ্য দিয়ে ইসলামী সন্মেলন শেষ হয়।

২১ বছর বছর আগে (২০০১ সাল) ৬ সফর রাত ১টা ৩৫ মিনিট মোতাবেক ৭ সফর ওফাত লাভ করেন বিশ্বওলী। দেশ বিদেশের কোটি কোটি অনুসারীকে শোক সাগরে ভাসিয়ে বনানী পাক দরবার শরীফ থেকেই মহান রাব্বুল আলামীনের সান্নিধ্যে গমন করেন।

জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ মশিউর রহমান জাদু মিয়া জানান, সম্মেলনের শুরুতেই মাগরিব নামাজের পরে ২ রাকায়াত করে ৬ রাকায়াত নফল নামাজ ও বিশেষ মুনাজাত করা হয়।

অত্যন্ত শোকঘন ও বেদনা বিধূর আবহে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, মোরাকাবা মোশাহদো, জেকের আসকার, দফায় দফায় মিলাদ মাহফলি ও বিশেষ মুনাজাত এবং প্রকৃত ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় বিশ্বওলীর অবদান এবং হেদায়েতের জীবন আলোকপাত করে বয়ান করা হয়। রাত ১:৩৫ মিনিটে পবিত্র ওফাতক্ষণ স্মরনে মিলাদ মাহফিল ও জিয়ারত অনুষ্ঠিত হয়।

জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার জানান, বিশ্বওলীর আধ্যাত্মিক উত্তরাধিকার ও জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সন্মেলনে সমবেতদের সাক্ষাত দান করেন ও বক্তব্য রাখেন।

ইসলামী সন্মেলনে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

একই সাথে বহির্বিশ্বের নানা দেশে জাকের পার্টি শোক বিধুঁর দিবসের কর্মসূচী পালন করা হয়।

(এএনএইচ/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২২)