গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে মদ ও মদ বহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নিয়ামত সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-জয়দেবপুর থানাধীন নিয়ামত সড়ক এলাকার বাসিন্দা রতন বাঁশফোঁড় (৪০) ও ভোড়া এলাকার বাসিন্দা স্বপন (৩৭)।

গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ হোসেন জানান, স্থানীয় কুমারখাদা এলাকা থেকে একটি মাইক্রোবাসযোগে মদ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নিয়ামত সড়কে টহল জোরদার করেন।

পরে মাদকবাহী মাইক্রোবাসটি এলে তা থামিয়ে তল্লাশি চালিয়ে ৪শ’ ৬০লিটার চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। এসময় মাইক্রোবাসের চালক রহমত আলী কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

(ওএস/এইচআর/অক্টোবর ১০, ২০১৪)