কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার দায়ে ৪ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল ৮টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মিরপুর উপজেলার রানাখড়িয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে সাইদ ওরফে টিক্কা (২২), একই গ্রামের হাসিমুদ্দিনের ছেলে লাভলু মাল (২৫), জালাল উদ্দিন মালিথার ছেলে মহিদুল মালিথা (২২) ও একই উপজেলার তালবাড়িয়া গ্রামের মোশারফ আলীর ছেলে মোতাহার আলী (৪০)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান জানান, সরকারের আদেশ অমান্য করে জেলেরা কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে পদ্মা নদীর তালবাড়িয়া ঘাটে অভিযান চালানো হয়। এসময় পুলিশ ৪ জেলেকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১ বছর করে জেল প্রদান করে। এসময় মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
(ওএস/এইচআর/অক্টোবর ১০, ২০১৪)