টেকনাফ প্রতিনিধি : টেকনাফের সাবরাং আছারবনিয়া এলাকা হতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য দেড় কোটি  টাকা।

শুক্রবার ভোরে মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফ উপজেলার সাবরাং আছারবনিয়া এলাকার নাফ নদী হতে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

৪২ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, তার নেতৃত্বে নাফ নদীতে একটি বোট তল্লাশি করার সময় চারজন মাঝিমাল্লা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ সময় বোটে থাকা জালের নিচে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে। বোট এবং জাল জব্ধ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

(ওএস/এইচআর/অক্টোবর ১০, ২০১৪)